সুচিত্রা সেন এর বাড়ির নিকটে জমিদার বাড়ি ? পাবনা শহরের জমিদার বাড়ি

 বাংলাদেশের পাবনা শহরের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি সংলগ্ন এই জমিদার বাড়ির ইতিহাস আজ কাল্পনিক মনে হয়। 



প্রতাপশালী জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর শিকার প্রিয়তায় মুগ্ধ হয়ে ভারতের তদানীন্তন বড় লাট লর্ড মায়ো ( রিচার্ড বোর্কে) তাঁতীবন্দ শিকারের জন্য শুভাগমন করেছিলেন।


তাঁর জমিদারী আমলে তিনি একাধিক হাতি এবং হরিণসহ বিভিন্ন দর্শনীয় পশু-পাখি লালন-পালন করতেন। তবে ব্যয়বহুল হাতি পালনের জন্য প্রজাগণের কাছ থেকে তিনি হস্তীপালন ফি আদায় করতেন।


জমিদার বিজয় গোবিন্দ চৌধুরী তাঁর জমিদারিত্বের কার্যকালে পাবনা জেলায় শত বিঘা জমির উপর একাধিক জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন।বিশাল এবং বিলাশবহুল বাড়ি গুলো ছিলো কারুকার্য খচিত। 


জমিদার বিজয় গোবিন্দ চৌধুরী আনুমানিক আড়াই’শ বৎসর আগে পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম গুরু গোবিন্দ চৌধুরী। তৎকালীন নাটোর কালেক্টরির সেরেস্তাদার উপেন্দ্র নারায়ন চৌধুরী তাঁতীবন্দের জমিদার বংশের প্রতিষ্ঠাতা হলেও তদবংশীয় খ্যাতিমান পুরুষ বিজয় গোবিন্দ চৌধুরীর শাসনামলেই তাঁতীবন্দসহ আশপাশের এলাকায় তাদের জমিদারিত্বের প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে পড়ে।তিনি যেমন ছিলেন একজন কঠোর প্রশাসক, তেমনি ছিলেন একজন উদার, মহৎ তথা আদর্শ মানুষ। 


সিপাহী বিদ্রোহকালে বিজয় গোবিন্দ চৌধুরী ভারতের সরকার বাহাদুরকে সহযোগিতা করায় আস্থাভাজনও হয়েছিলেন।


ছবিতে দেশভাগ এবং ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর পরিত্যক্ত জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর পাবনা শহরের বাড়ি।

 গুগল ম্যাপ লোকেশন : Jamidar Bijoy Babu Rajbari Complex, Tantibond Bangladesh https://maps.app.goo.gl/W7VNERDcJvmQwLiM6






Post a Comment

0 Comments